রাজ্যে ICDS নিয়োগে জটিলতার অবসান

রায়ে জানাল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। ১৭১৩ শূন্যপদে নিয়োগে সবুজসঙ্কেত হাইকোর্টের। ৫০% নিয়োগ হবে সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে।  বাকি ৫০% নিয়োগ অভিজ্ঞতার নিরিখে।

author-image
Jaita Chowdhury
New Update
cz

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ICDS নিয়োগে দীর্ঘ জটিলতার অবসান। প্রায় ২০ বছর ঝুলে থাকা প্রশ্নের নিষ্পত্তি। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের রায়ে কাটলো জটিলতা। ৫০:৫০ অনুপাতে হবে রাজ্যে ICDS নিয়োগ।


রায়ে জানাল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। ১৭১৩ শূন্যপদে নিয়োগে সবুজসঙ্কেত হাইকোর্টের। ৫০% নিয়োগ হবে সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে।  বাকি ৫০% নিয়োগ অভিজ্ঞতার নিরিখে। ১০ বছরের বেশি ICDS কাজ করা কর্মীরা সুযোগ পাবেন ৫০% শূন্যপদে। ছোট শিশুদের দেখভাল ও গর্ভবতী মায়েদের সুবিধার্থে কাজ করে থাকেন ICDS কর্মীরা।