গড়িয়াহাট ফ্লাইওভারের নিচে থাকা জবরদখলকারীদেরও আছে ভোটার-আধার কার্ড!

একটি ছাদের নিচে বসবাস করা এবং সঠিক সরকারি পরিচয় থাকা ছাড়াও যাদের মাথার নিচে পাকা ছাদ নেই তারাও সঠিক বৈধ ভোটার এবং আধার কার্ড নিয়ে রাস্তায় বাস করছে এখন।

author-image
Anusmita Bhattacharya
New Update
gariahat2

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আপনি কি জানেন যে আপনি যদি সরকারি সম্পত্তি জবরদখল করে থাকেন এবং দক্ষিণ কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত ফ্লাইওভারের নীচে বাস করেন, তবুও আপনি বৈধ আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড পেতে পারেন? অবাক বা অসম্ভব লাগলেও এটা প্রশাসনের নাকের ডগায় হয়েছে এবং সেটাও কলকাতার খুবই অভিজাত এলাকায় ঘটেছে। 

গড়িয়াহাট ফ্লাইওভারের নীচের পার্কিং এলাকাটি একদল লোক জোর করে দখল করেছে এবং দীর্ঘকাল ধরে অবৈধভাবে বসবাস করছে। এতে শুধু নিজেদেরই নয়, পথচারী ও গাড়িচালকদেরও যাতায়াত বিপন্ন করছে। রাজ্য সরকার এবং কলকাতা পুরসভা তাদের অপসারণের জন্য অভিযান চালালেও তারা এখনও প্রশাসনের ক্ষোভের কাছে বশ্যতা স্বীকার করেনি। তবে স্থানীয় গড়িয়াহাট পুলিশ যখন তাদের বিশদ বিবরণ পেতে একটি সমীক্ষা চালায় তখন কী ঘটেছিল তা কল্পনাও করা যাবে না।

দখলকারীদের কাছে আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড রয়েছে। যদিও অভিযোগ করা হয়েছে যে তারা সকলেই অবৈধ অনুপ্রবেশকারী। সব পরিচয়পত্রগুলিই গড়িয়াহাট ফ্লাইওভারের নীচে দখলকৃত জমির ঠিকানায় জারি করা হয়েছে। ''তারা যেভাবে আধার এবং ভোটার আইডি কার্ড পেয়েছে তা চোখ খুলে দিয়েছে। এটা জেনে আশ্চর্য লাগছে যে কীভাবে এই দখলদাররা কোনও আইন-কানুন না মেনেই সরকারি কার্ড সংগ্রহ করতে পেরেছে'', বলেছেন স্থানীয় বাসিন্দা ডি ভট্টাচার্য।যদিও যে ধরনের আধার কার্ড এবং ভোটার কার্ড তাদের কাছে রয়েছে সেটা অবশ্যই বৈধ নয় কিন্তু আসল প্রশ্ন এটা নয়। আসল প্রশ্নটা হল এই পরিচয়পত্র তাদের ইস্যু করেছে কে? তারা যেভাবে পশ্চিমবঙ্গ এবং ভারতের নাগরিকত্ব পেয়েছে সেটা আইন মেনে নয় এটা স্পষ্ট। সুতরাং এর পেছনে যে কোনও চক্র কাজ করছে না সেটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। শুধু এটুকুই নয় এই পরিচয়পত্রের অপব্যবহার করে এখন পর্যন্ত তাদের মধ্য থেকে কতজন যে কত রকমের অসামাজিক এবং অনৈতিক কাজ করেছে সেটাও প্রশাসন এবং সাধারণ মানুষের কল্পনার বাইরে।

রাজ্যে যখন একের পর এক দুর্নীতির পর্দাফাঁস হচ্ছে তখন এটাও কি দুর্নীতির তালিকাভুক্ত হবে না? তার থেকেও বড় কথা হল শুধুমাত্র গড়িয়াহাট ফ্লাইওভার নয়, কলকাতার বুকে এমন অসংখ্য ফ্লাইওভার রয়েছে যেগুলোর নিচে এই ধরনের উদ্বাস্তুরা জবরদখল করে রয়েছে। তাদেরও এই ধরনের পরিচয়পত্র রয়েছে কিনা বা কে করিয়ে দিয়েছে সেটা দেখবে কে?

impact