নিজস্ব সংবাদদাতা: অপেক্ষায় লাভ হলো না। নবান্ন থেকে (Nabanna) এলো না আলোচনার ডাক। এবার বৃহত্তর আন্দোলনের পথে সংগ্রামী যৌথ মঞ্চ। ৬ এপ্রিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এক নির্দেশিকা জারি করেন যেখানে বলা হয় ডিএ ইস্যুতে আন্দোলনরত সরকারি কর্মীদের (State Govt Employee) ফোরামের সঙ্গে সরকার ১৭ এপ্রিলের মধ্যে আলোচনায় বসুক এবং কবে নাগাদ এই সমস্যা কাটিয়ে সরকার (State Govt) বকেয়া ডিএ মিটিয়ে দেবে সেই সম্পর্কে জানাক। ৭ এপ্রিল থেকে সোমবার ১৭ এপ্রিল, এখনও পর্যন্ত নবান্নের তরফে এই নিয়ে কোনও যোগাযোগ করা হয়নি বলে দাবি আন্দোলনরত সরকারি কর্মীদের। সোমবার অর্থাত্ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে আর আলোচনায় বসার ডাক আসার সম্ভাবনা নেই বলেই মনে করছে তারা।