বাংলায় পঞ্চমী থেকে দশমী রাতে কারেন্ট থাকবে না!

গরমকালে কারেন্ট না থাকার জন্য চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে বাংলার অসংখ্য মানুষকে। এবার আবার পুজোতে তেমন ঘটনা ঘটবে নাকি? রয়েছে এক বিপদের সংকেত।

author-image
Anusmita Bhattacharya
New Update
light.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: অপর্যাপ্ত বিদ্যুৎ এবং দুর্গাপুজোর জন্য অতিরিক্ত বিদ্যুৎ পরিষেবা সরবরাহ করার ফলে পুজোর ৬টা দিন পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় কারেন্ট নাও থাকতে পারে। জানা গেছে সল্টলেক সেক্টর ৪, পূর্ব বর্ধমানের পুটশুড়ি, মন্তেশ্বর, পুরুলিয়ার আনারা, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরসহ বাংলার বেশ কিছু জায়গায় পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিকেল থেকে লোডশেডিং হতে পারে। এর আগে গরমকালে বাংলায় অতিরিক্ত বিদ্যুৎ চাহিদার জন্য ঘনঘন কারেন্ট যাচ্ছিল।

hiring.jpg