বকেয়া বিদ্যুৎ বিল! মেসেজ পেয়েই এই ভুলটি করবেন না

হাজার হাজার টাকা গচ্চা গেল।

author-image
Anusmita Bhattacharya
New Update
money (1)n

নিজস্ব সংবাদদাতা: বকেয়া রয়েছে বিদ্যুতার বিল যা নিয়ে প্রথমে এল মেসেজ। তারপর এল ফোন। টাকা দেওয়া হয়নি এই ভয়ে ব্যাঙ্কের তথ্য নিয়ে তুলে নেওয়া হল প্রায় লক্ষাধিক টাকা। ফলে বেহালা থানায় গেলেন সিইএসসি'র এক গ্রাহক। সাইবার অপরাধের মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ।

FCHKM

বেহালার আদর্শপল্লীর বাসিন্দা প্রকাশ বণিক গত মাসের ইলেকট্রিক বিল টাকা বাকি আছে বলে সম্প্রতি মেসেজ পান। পরে অচেনা নম্বরে ফোন আসে যে বিল মেটানো হয়নি।

cyber crime.jpg

টাকা দিয়ে দেওয়ার বিষয়টি তিনি বললে ওপার থেকে ইউপিআই আইডি চাওয়া হয়। হাতিয়ে নেওয়া হয় ৯৯ হাজার টাকা।

fraudcyber