Panchayat Election: এখনও পর্যন্ত কত বাহিনী এল? কী জানালেন রাজীব সিনহা

পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজ্য।

author-image
Aniruddha Chakraborty
New Update
12

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ রাত পোহালেই পঞ্চায়েত ভোট। আর আজ রাতেও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা স্পষ্টভাবে জানালেন না, এখন পর্যন্ত কত বাহিনী এসে পৌঁছেছে রাজ্যে। শুক্রবার কমিশনের অফিস থেকে বেরনোর সময় রাজীব সিনহার কাছে জানতে চাওয়া হয়েছিল, কত বাহিনী এসেছে রাজ্যে। কিন্তু সেই প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া গেল না রাজীব সিনহার কাছে। গাড়িতে উঠতে উঠতে বলে গেলেন, ‘আপডেটিং চলছে’। এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্য নির্বাচন কমিশনের অফিসে একটি চিঠি এসে পৌঁছেছে। বিএসএফের আইজির পক্ষ থেকে ওই চিঠিটি পাঠানো হয়েছে বলে খবর।

শুক্রবার কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটকেন্দ্রে পৌঁছাল, কত কোম্পানি বাহিনীকে মোতায়েন করা হচ্ছে, সেই বিষয়ে জানানোর জন্য বলা হয়েছে ওই চিঠিতে। রাত আটটার মধ্যেই সেই তথ্য জানাতে বলা হয়েছিল বলে সূত্রের খবর। তবে এদিন আটটার কিছু আগে কমিশনের অফিস থেকে যখন রাজীব সিনহার বেরোচ্ছিলেন, তখনও এই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা গেল না। তবে কমিশন সূত্রে খবর, বাহিনী মোতায়েনের দায়িত্ব বিএসএফের আইজির। সেক্ষেত্রে এই ব্যাপারে কমিশন কোনও সিদ্ধান্ত নেবে না এবং কমিশনের কিছু জানানোর নেই।