নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েতের ভোট গণনা পর্বের আগে বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট গণনা কর্মীদের ট্রেনিংয়ের সময় কোনও কোনও বিডিও বলেছেন, ব্যালট পেপারের পিছনে প্রিসাইডিং অফিসারের সই না থাকলেও গুনে দেওয়ার জন্য। এই নিয়ে বিতর্কের মধ্যেই এবার নতুন নির্দেশিকা জারি করল রাজ্য নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন, ২০০৬-এর কথা মনে করিয়ে দেওয়া হয়েছে।
বলা হয়েছে যে প্রত্যেক ব্যালট পেপার ভোটারদের দেওয়ার আগে ব্যালট পেপারের পিছনের দিকে জেলা পঞ্চায়েত নির্বাচন অফিসারের নির্দেশ মতো স্ট্যাম্প ও প্রিসাইডিং অফিসারের পুরো সই থাকতে হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি ব্যালট পেপার খতিয়ে দেখা যাবে। কোনও ব্যালট পেপারের পিছনের দিকে প্রিসাইডিং অফিসারের সই না থাকলে তা বৈধ ভোট বলে গণ্য হবে না।