বিশ্ববিদ্যালয়, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি! ব্রাত্যর রিভিউ মিটিং

রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে চরমে রাজ্য-রাজ্যপাল সংঘাত।

author-image
Aniruddha Chakraborty
New Update
ব্রাত্য বসু

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থা নিয়ে কতটা তৎপর, সেই বার্তা মঙ্গলবার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা ব্যবস্থায় রাজ্যপালের হস্তক্ষেপ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এরপরই রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছে চিঠি গেল রাজ্যের শিক্ষা দফতরের তরফে। আগামী ৮ সেপ্টেম্বর রেজিস্ট্রারদের ডাকা হয়েছে বিকাশ ভবনে। আর্থিক খরচ নিয়ে রিভিউ মিটিং হবে ওই দিন। প্রত্যেক রেজিস্ট্রারকে ১৫ মিনিট করে বক্তব্য পেশ করার সময় দেওয়া হবে। উল্লেখ্য, রাজ্যপালের পদক্ষেপ সম্পর্কে এদিন ক্ষোভ প্রকাশের পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বিষয়টা দেখার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই এই চিঠি পাঠানো হয়েছে বিকাশ ভবনের তরফে।

প্রসঙ্গত, গত কয়েক মাসে একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। শিক্ষা জগতের সঙ্গে যুক্ত নয়, এমন ব্যক্তিকেই বসানো হয়েছে উপাচার্য পদে।