নিজস্ব সংবাদদাতা: বকেয়া ডিএ নিয়ে গত দেড় বছর ধরে আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মীরা। এরই মাঝে এবার শিক্ষক ও শিক্ষাকর্মীরাদের বকেয়া টাকা নিয়ে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। এখন থেকে আরও জলদি বকেয়া টাকা পাবেন।
অনলাইনে এবার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বকেয়া টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। ফলে আরও জলদি ঢুকবে বকেয়া। এতদিন পর্যন্ত শিক্ষক বা শিক্ষাকর্মীরাদের বকেয়া টাকা হাতে পেতে অনেকটাই সময় চলে যেত। তাই সেই সমস্যার সমাধানে বেতনের পোর্টালে নয়া সংযোজন শিক্ষা দফতরের। শিক্ষক- শিক্ষিকাদের বকেয়া টাকার হিসাব অনলাইনে তথ্য আপলোড করতে হবে স্কুলগুলিকে। ইতিমধ্যেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের কাছে বার্তা পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর।