বেসরকারি স্কুলের ওপর নিয়ন্ত্রণ বাড়াবে শিক্ষা কমিশন!

বেসরকারি নার্সিংহোম ও হাসপাতাল নিয়ন্ত্রণের জন্য তৈরি হেলথ রেগুলেটরি কমিশনের ধাঁচেই গড়ে ওঠার কথা শিক্ষা কমিশনের। এ নিয়ে স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে শীঘ্রই বৈঠক করবেন মুখ্য সচিব।

author-image
Pallabi Sanyal
New Update
nabanna

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের বেসরকারি স্কুলগুলির ওপর এবার নিয়ন্ত্রণ বাড়াতে চাইছে সরকার। বিভিন্ন সময়ে বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে ইচ্ছে মতো ফি নেওয়া থেকে গরমের ছুটির বিষয়েও সরকারি নির্দেশিকা  না মানতে চাওয়ার অভিযোগ রয়েছে। এবার তাই  নিয়ন্ত্রণ বাড়াতে শিক্ষা কমিশন গঠনের বিষয়ে আলোচনা শুরু করতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দিয়েছেন। মূলত, বেসরকারি নার্সিংহোম ও হাসপাতাল নিয়ন্ত্রণের জন্য তৈরি  হেলথ রেগুলেটরি কমিশনের ধাঁচেই গড়ে ওঠার কথা শিক্ষা কমিশনের। এ নিয়ে স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে শীঘ্রই বৈঠক করবেন মুখ্য সচিব।  শিক্ষা কমিশনের বিবেচ্য বিষয় কি হবে, কারা থাকবেন কমিশনে সে বিষয়েও আলোচনা হওয়ার  কথা।