নিজস্ব সংবাদদাতা : ১৯ লক্ষ টাকা? মালিক কে? মা না মেয়ে? ভাবাচ্ছে ইডিকে।
সম্প্রতি স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের সূত্র ধরে তলব করা হয় তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে। টানা ১১ ঘন্টা ধরে জেরার পরে ফের ৫ জুলাই তাকে তলব করা হয়েছে। এবারে ইডি জানতে চায় সায়নীর অ্যাকাউন্টে থাকা ১৯ লক্ষ ৩৮ হাজার ১৯৫ টাকার উৎস কী? ২০২১ সালে যখন বিধানসভা নির্বাচনে তৃণমূল আসানসোল দক্ষিণে প্রার্থী করেছিল সায়নীকে তখন নির্বাচন কমিশনে জমা দেওয়া নমিনেশনের হলফনামা অনুযায়ী ১৯ লক্ষ টাকার মালিক সায়নীর মা। ধার নিয়েছিল মেয়ে। সায়নীর দাবি অনুযায়ী পরিবারের লোকেদের জমানো টাকা। সঠিক ঘটনা জানতে সায়নীকে ফের তলব করা হয়েছে। এছাড়াও, বিধানসভা নির্বাচনের সময় সায়নীর মনোনয়ন পত্রে স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৯ লক্ষ টাকা লেখা ছিল। সেই টাকারই বা উৎস কী? সায়নী আয়কর জমা দিয়েছেন না দেননি সেই বিষয়টাও ইডির নজরে রয়েছে। সব মিলিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা কাটা না পর্যন্ত সায়নীর ইডির হাত থেকে নিস্তার নেই বলেই মনে করা হচ্ছে।