জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে ED

জাল পাসপোর্ট কেলেঙ্কারি তদন্তে এবার ED-র এন্ট্রি। বুধবার কলকাতা পুলিশের কাছ থেকে নথি সংগ্রহ করল সিনিয়র অফিসার।কলকাতা পুলিশের কাছ থেকে জাল পাসপোর্ট কেলেঙ্কারি সম্পর্কিত নথিগুলি সংগ্রহ করা হয়েছে। এরপর সেগুলি পরীক্ষার কাজ শুরু হবে।

author-image
Jaita Chowdhury
New Update
INDIAN-PASSPORT

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: জাল পাসপোর্ট কেলেঙ্কারি তদন্তে এবার ED-র এন্ট্রি। বুধবার কলকাতা পুলিশের কাছ থেকে নথি সংগ্রহ করল সিনিয়র অফিসার। ED-র তরফ থেকে জানানো হয়েছে , কলকাতা পুলিশের কাছ থেকে জাল পাসপোর্ট কেলেঙ্কারি সম্পর্কিত নথিগুলি সংগ্রহ করা হয়েছে। এরপর সেগুলি পরীক্ষার কাজ শুরু হবে। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ধরতে তৎপর ইডি। সূত্রের খবর, নথিগুলি খতিয়ে দেখার পর মামলা দায়ের করবে ইডি।