নিজস্ব সংবাদদাতা : হাইভোল্টেজ বৃহস্পতিবার। একদিকে যখন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচিতে ব্যস্ত তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যিদকে তখন কয়লা পাচার মামলায় ইডির দফতরে তলব করা হয়েছে তার পত্নী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে। এদিন সকাল ১১ টায় সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এখন প্রশ্ন হল, রুজিরা হাজিরা দেবেন তো? আজ যদি তিনি হাজিরা দেন, এটা হবে তার দ্বিতীয়বার হাজিরা দেওয়া। এর আগে রুজিরাকে দিল্লিতে তলব করা হয়েছিল। মামলায় জয় পাওয়ায় তাকে কলকাতায় জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। প্রসঙ্গত, ৫ জুন সোমবার দুবাইতে মায়ের কাছে যাবেন বলে দুই সন্তানকে নিয়ে রওনা হয়েছিলেন রুজিরা। কলকাতা বিমানবন্দরে তাকে আটকায় অভিবাসন দফতর। একরকই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে না জানিয়ে যাওয়ার বিষয় নিয়ে বিস্তর জল ঘোলা হয়। আদালত দেশেৎ বাইরে যাওয়ার ক্ষেত্রে রুজিরাকে ঠিক কী নির্দেশ দিয়েছে তা আজ ইডি আধিকারিকরা জানতে চাইতে পারেন বলেই মত ওয়াকিবহাল মহলের। এছাড়াও বিদেশ যাত্রা নিয়ে একের পর এক প্রশ্ন করা হতে পারে বলে মনে করা হচ্ছে।