রেশন দুর্নীতি মামলায় কলকাতাসহ ৭ জায়গায় তল্লাশি ইডির

ডিলারের বাড়িতে অভিযান চলে।

author-image
Adrita
New Update
্ব

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি। রেশন দুর্নীতি মামলায় কলকাতাসহ ৭ জায়গায় তল্লাশি ইডির। কলকাতা, বারাসাত, মেদিনীপুর, কল্যাণী, জয়নগর, পশ্চিম মেদিনীপুরসহ সাত জায়গায় তল্লাশি চালানো হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে যে, কল্যাণীতে এক ফুড ইনস্পেক্টরের বাড়িতে তল্লাশি। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত ধনেশ্বরপুরে স্বদেশ কান্তি বেরার বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডির দল পৌঁছে যায়। আরও জানা গিয়েছে যে, কল্যাণী-এ ব্লকে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সূত্রের খবর, বাকিবুর রহমানের সঙ্গে যোগ রয়েছে তার। 

Bengal Recruitment Case | ED sends notice to 12 municipality demanding  information on their recruitment process since 2014 dgtl - Anandabazar

সূত্র মারফত আরও জানা  গিয়েছে যে, রেশন দুর্নীতি সংক্রান্ত বিষয়ে এই অভিযান চালানো হয়েছে। আজ শুক্রবার সকাল প্রায় ১১:৩০টা নাগাদ তারা এসে পৌঁছায়। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, ইডি'র আধিকারিকেরা বেশ কিছুক্ষণ ওই বাড়ির ভেতরেই ছিলেন। তারা কথা বলছেন বাড়ির সদস্যদের সঙ্গে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় এলাকায়।

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, রেশন দুর্নীতি মামলায় বিগত বেশ কয়েক মাস ধরেই জেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার ঘনিষ্ঠ বাকিবুর রহমান।