নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় ১৩ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির দফতরে ডেকে পাঠানো হলেও হাজিরা দেননি তৃণমূল নেতা। একদিকে পঞ্চায়েত নির্বাচনের ব্যস্ততা, অন্যদিকে সেই সময় চলছিল নবজোয়ার যাত্রা। সব মিলিয়ে ব্যস্ততার কারণে তিনি হাজিরা দিতে পারবেন না বলে চিঠি লিখে জানিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। ইডিকে একটি চিঠিও লিখেছিলেন অভিষেক। সেই চিঠির উত্তর এল অবশেষে। ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে সম্বোধন করে লেখা ২ পাতার চিঠির সঙ্গে ১৩ পাতার হাইকোর্টের নির্দেশও যুক্ত করেন অভিষেক। অভিষেক লিখেছিলেন তার ২৯ মার্চের ‘পাবলিক স্পিচ’ নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছিল আদালত। ইডি তার কাছ থেকে যে তথ্য চেয়েছে তার সঙ্গে ওই জনসভায় বক্তৃতার কোনো যোগ নেই। ইডির কাছে জানতে চেয়েছিলেন বিষয়টি। অভিষেকের চিঠির উত্তরে ইডি জানায় যে শুধু কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গেই নয়, সামগ্রিক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয় তাকে। প্রয়োজনে বেশ কিছু নথিও চাওয়া হতে পারে বলেও উল্লেখ করা করা হয়েছে পাল্টা চিঠিতে।