নিজস্ব সংবাদদাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ভীষণ তৎপর ইডি। সকাল সকাল ৮ জায়গায় শুরু হয়েছে তল্লাশি অভিযান। যার মধ্যে উল্লেখযোগ্য, প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের দুটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা। তল্লাশি চালাতে নাগেরবাজারে হাজির হয়েছে ইডি। জ্যোতিপ্রিয় মল্লিক যখন খাদ্যমন্ত্রী ছিলেন সেই সময় যিনি আপ্ত সহায়ক ছিলেন তাঁর বাড়ি রয়েছে নাগেরবাজারে। নাগেরবাজারে প্রাক্তন খাদ্যমন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে-র ৩টি ফ্ল্যাটে এদিন হানা দেয় ইডি।
তবে হানা দিলেও, এখনও একটি ফ্ল্যাটেও প্রবেশ করতে পারেননি ইডির আধিকারিকরা। নাগেরবাজারে অমিত দে-র তিনটি ফ্ল্যাট রয়েছে, কিন্তু ৫ ঘন্টা পেরিয়ে গেলেও একটিতেও এখনও ঢুকতে পারেনি ইডির অফিসারেরা। সবকটি ফ্ল্যাটই তালাবন্ধ। যেটুকু স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমিত দে স্বপরিবারে বাইরে কোথাও ঘুরতে গিয়েছেন। তাঁর হোয়াটস অ্যাপ স্ট্যাটাসেও নাকি দেখা গিয়েছে সমুদ্র সৈকতে কাটানোর ছবি। তবে এগুলো নতুন নাকি, পুরনো তা খতিয়ে দেখছে ইডি। তবে এখানে প্রশ্ন হচ্ছে আজ কি তবে অমিত দে-র বাড়ি থেকে ইডি খালি হাতেই ফিরবে নাকি সিল করে দেওয়া হবে তাঁর তিনটি ফ্ল্যাটই? আর অমিত দে-ই বা কেন এই সময় গা ঢাকা দিলেন? তাহলে কি উনিও কিছু বুঝতে পেরেছিলেন? রহস্য থেকে যাচ্ছে অনেক কিছুতেই।