জ্যোতিপ্রিয় মল্লিককে আরও বিপাকে ফেলতে পারে

‘আটা চুরি’র টাকা দফায় দফায় যেত মন্ত্রীর কাছে! কেন্দ্রীয় সংস্থা ইডি-র হাতে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। রেশন দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমানের বয়ান থেকেই মূলত একাধিক তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা। আর সেই সব বয়ানই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আরও বিপাকে ফেলতে পারে বলে অনুমান করা হচ্ছে।

ইডি-র হাতে এসেছে হোয়াটসঅ্যাপ চ্যাট

শুধুমাত্র বয়ানই সব নয়, ইডি-র হাতে এসেছে এমন এক হোয়াটসঅ্যাপ চ্যাট, যা থেকে মন্ত্রীর সঙ্গে বাকিবুরের টাকার লেনদেনও সামনে আসছে। তবে অভিযোগ, বাকিবুরের হাত থেকে নিজে টাকা নিতেন না জ্যোতিপ্রিয়, টাকা যেত মিডলম্যানের কাছে।