ফেঁসে গেলো অয়ন শীল! আঁটঘাঁট বেঁধে তদন্ত শুরু করলো ED

নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জট পেকে রয়েছে। এর মধ্যে আবার পুরসভার দুর্নীতি মামলায় নতুন করে তদন্ত শুরু করলো ইডি। অয়ন শীলকে নিয়ে এবার বড় পদক্ষেপ নেবে ইডি।

author-image
Anusmita Bhattacharya
New Update
ed1

নিজস্ব সংবাদদাতা: সিবিআইয়ের (CBI) পর এ বার পুরসভার নিয়োগ (Municipality Scam) দুর্নীতিকাণ্ডে তদন্ত করবে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের (Ayan Shil) বিরুদ্ধে ইসিআইআর (ECIR) দায়ের করে ফেলেছে ইডি। অন্যান্য অভিযোগের ক্ষেত্রে পুলিশ যেমন এফআইআর (FIR) দায়ের করে তদন্ত করে, এটাও অনেকটা তেমন। অর্থাৎ, আইনি আঁটঘাঁট বেঁধেই এই মামলার তদন্ত শুরু করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে আগেই এই মামলায় তদন্ত শুরু করে সিবিআই। ইডি দাবি করেছে যে কাঁচরাপাড়া, টাকি, দক্ষিণ দমদম, হালিশহর, বরাহনগর-সহ একাধিক পৌরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে জড়িত ছিলেন অয়ন।