নিয়োগ দুর্নীতি: ৪০ কোটি টাকা তুলেছে অয়ন! চাঞ্চল্যকর দাবি করলো ED

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড় দাবি করলো ইডি। ৪০ কোটি টাকা তোলার অভিযোগ অয়ন শীলের বিরুদ্ধে। ওএমআর শিট বিকৃত করা নিয়েও দাবি করেছে সংস্থা।

author-image
Anusmita Bhattacharya
New Update
অয়ন শীল

নিজস্ব সংবাদদাতা: পুর নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment) মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। সুপ্রিম কোর্ট (Supreme Court) ঘুরে ফের হাইকোর্টে (High Court) আসার পর বেঞ্চ বদলে যায় বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) বেঞ্চে। এবার এই মামলায় আদালতে দাঁড়িয়ে ইডি (ED) দাবি করে যে পুর নিয়োগ দুর্নীতিতে একা অয়ন শীল (Ayan Shil) নাকি তুলেছিলেন ৪০ কোটি টাকা। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোনের মাধ্যমে। তদন্তকারী সংস্থা দাবি করেছে যে যে কায়দায় অয়ন শীলের সংস্থা ওএমআর শিট (OMR Sheet) বিকৃত করে নিয়োগ দুর্নীতি করে তাতে সরকারি অফিসারদেরও যোগ থাকতে পারে। জানা গিয়েছে যে অয়ন শীলের ছেলের বান্ধবীর বাবা পুর দফতরের উচ্চপদস্থ কর্তা ছিলেন। অয়নের স্ত্রী, ছেলে, বান্ধবীকে ডেকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা।