ফের ইডির মুখোমুখি ‘মিডলম্যান’

নিউটাউনের আইডিয়াল ভিলাতে খোঁজ মিলেছে প্রসন্ন রায়ের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
21bxhhe.png

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ সকাল থেকে ফের তৎপর ইডি। নিয়োগ দুর্নীতি মামলার মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে, অফিসে চলছে এই তল্লাশি অভিযান। একই সাথে আরও দুই মিডলম্যানের বাড়িতে চলছে অভিযান।

এই মুহুর্তে জামিনে মুক্ত রয়েছেন প্রসন্ন রায়। কিন্তু ইডির চার্জশিটে প্রথম দিকেই নাম রয়েছে তাঁর। নিয়োগ দুর্নীতি মামলায় বড় ভূমিকা ছিল প্রসন্ন রায়ের। তাই তাঁকে একেবারেই তালিকা থেকে বাদ দিতে রাজি নয় ইডি। এদিন সেই সংক্রান্ত তল্লাশি অভিযানে ইডির হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বাড়ি, ফ্ল্যাট, অফিস, হোটেল, জমি মিলিয়ে প্রায় ৪৫০-টিরও বেশি সম্পত্তি রয়েছে প্রসন্ন রায় ও তাঁর পরিবারের সদস্যদের নামে। নামি-বেনামি বহু সম্পত্তির অধিকারী এই মিডলম্যান। কিন্তু এতো সম্পত্তি কীভাবে তিনি করলেন, তাই আজ জিজ্ঞাসাবাদ করছে ইডির তদন্তকারী অফিসারেরা।

নিউটাউনের আইডিয়াল ভিলাতে খোঁজ মিলেছে প্রসন্ন রায়ের। সেখানেই তাঁকে জেরা করছে তদন্তকারী অফিসারেরা। ‘কোথা থেকে এল সম্পত্তি? কীভাবে এতো সম্পত্তি কিনলেন তিনি? উত্তরবঙ্গ, সুন্দরবন, গাদিয়ারাতে হোটেল রয়েছে তাঁর। নিউটাউনে রয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস্‌-এর অফিস। এতো এতো সম্পত্তি কোন জাদুবলে করলেন তিনি?’ এমনই একাধিক প্রশ্নের মুখোমুখি হয়েছেন প্রসন্ন রায়।

মূলত, নিয়োগ দুর্নীতির টাকা কীভাবে বড় মাথাদের কাছে পৌঁছাত তা জানেন ইডির তদন্ততকারীরা। কিন্তু কীভাবে নীচু তলার লোকেদের কাছে পৌঁছাত, তাও এদিন জানতে চায় ইডি।

hiren