নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের তরফে সর্বপ্রথম জানানো হয়েছিল যে রাজীব কুমারের অপসারণের পর, ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ থেকে তিনজন সিনিয়র আইপিএস অফিসারের নাম চেয়ে পাঠিয়েছে।
আমরাই সর্বপ্রথম জানিয়েছিলাম যে সঞ্জয় মুখোপাধ্যায়, রণবীর কুমার এবং ডাঃ রাজেশ কুমারের নাম পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনে।
নির্বাচন সংস্থা অভিজ্ঞতা ও বয়সের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজিপির পদে নিয়োগ করেছে। ১৯৯০ সালের আইপিএস ব্যাচের এই অফিসার রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন।
ইতিমধ্যেই, সঞ্জয় মুখোপাধ্যায়কে অন্তর্বর্তী ডিজিপি বিবেক সহায়ের থেকে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।