শহরে এসেছিল JICA-র একটি প্রতিনিধি দল

শহরে এসেছিল JICA-র একটি প্রতিনিধি দল

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের দ্বিতীয় দফার জন্য ৭৬৮ কোটি টাকা দিতে আগেই রাজি হয়েছিল জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি। শুক্রবার শহরে এসেছিল JICA-র একটি প্রতিনিধি দল।

এই প্রকল্পে কাজ এগিয়ে গিয়েছে অনেকটাই

এই প্রকল্পে কাজ এগিয়ে গিয়েছে অনেকটাই

ইতিমধ্যেই এই প্রকল্পে কাজ এগিয়ে গিয়েছে অনেকটাই। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ অবধি মেট্রো প্রকল্প চালু হয়েছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড কাজ শেষের অপেক্ষায়। বউবাজার সমস্যাও কার্যত মেটার অপেক্ষায়।