পুজোয় ইস্ট-ওয়েস্ট মেট্রো কবে সারারাত পাবেন? ফার্স্ট মেট্রো কখন?

পুজোয় মেট্রো পরিষেবা অনেকের কাছে যেন লাইফলাইন। কলকাতার উত্তর থেকে দক্ষিণ ঘুরে বেড়াতে পারেন এই মেট্রোর মাধ্যমে। পুজোর সময় দেখে নিন ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সূচি।

author-image
Anusmita Bhattacharya
New Update
kolmetro

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: অন্যান্য বছরের মতো এ বছরেও মেট্রো রেলওয়ে দুর্গাপুজোর দিনগুলোতে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের বিখ্যাত পুজোগুলো দেখার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো পাবেন মাঝরাত পর্যন্ত। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় (গ্রিন লাইন) সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন ৭২টি পরিষেবা পাবেন। দশমীর দিন ৪৮ টি মেট্রো চলবে। সময়সূচী দেখে নিন এক ঝলকে। 

সপ্তমী , অষ্টমী ও নবমী

যাত্রীদের সুবিধার্থে সপ্তমী (২১/১০/২৩), অষ্টমী (২২/১০/২৩) এবং নবমী (২৩/১০/২৩) মেট্রো ৭২ টি পরিষেবা (৩৬ টি ইস্ট-বাউন্ড এবং ৩৬ টি ওয়েস্ট-বাউন্ড ) দেবে। মেট্রো চলবে বেলা ১১:৫৫ থেকে মধ্যরাত পর্যন্ত। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

প্রথম মেট্রো: 
১১:৫৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ
১২:০০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ

শেষ মেট্রো: 
২৩:৩৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ
২৩:৪০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ

দশমী

যাত্রীদের সুবিধার্থে দশমীর দিন (২৪/১০/২৩) মেট্রো ৪৮ টি পরিষেবা (২৪ টি ইস্ট-বাউন্ড এবং ২৪ টি ওয়েস্ট-বাউন্ড ) দেবে। মেট্রো চলবে বেলা ১১:৫৫ থেকে রাত ৮ টা পর্যন্ত। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

প্রথম মেট্রো: 
১১:৫৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ
১২:০০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ

শেষ মেট্রো: 
১৯:৩৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ
১৯:৪০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ

ইস্ট -ওয়েস্ট মেট্রোয় স্বাভাবিক পরিষেবা আবার ২৫ নভেম্বর থেকে পাওয়া যাবে।

hiring.jpg