মেগা কার্নিভাল! কাল কোন কোন রাস্তা বন্ধ? তাড়াতাড়ি ক্লিক করুন

আগামীকাল মেগা কার্নিভাল দেখবে কলকাতা। তবে তার আগে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ভয় পাবেন না সাধারণ মানুষের চলাচলের জন্য কিছু রাস্তা খোলা থাকবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
carnival

নিজস্ব সংবাদদাতা: হাতে বাকি শুধু আজকের দিন। ঝলমলে, রং-রঙিন, বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য কলকাতার রাজপথ প্রস্তুত হচ্ছে। এই বছর দুর্গাপুজোর কার্নিভাল হবে ২৭ অক্টোবর। প্রতিবারের মত মূল মঞ্চের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে আর মোতায়ন করা হবে কড়া নিরাপত্তা। একের পর এক সেরা পুজোর মণ্ডপ তাঁদের প্রতিমা নিয়ে হাজির হতে চলেছে রেড রোডে৷ তবে, এই কার্নিভালের জন‍্য সাধারণ মানুষের যেন অসুবিধা না হয় সেটা বিশেষভাবে দেখছে পুলিশ। ইতিমধ‍্যে, এই কার্নিভাল প্রসঙ্গে ট্রাফিক নিয়ে বিশেষ নির্দেশিকা দিয়ে দিয়েছে কলকাতা পুলিশ।

২৭ অক্টোবর রেড রোডের আশেপাশের একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যানচলাচল। ২৭ অক্টোবর রাত ১২টা থেকে রেড রোড বন্ধ করে দেওয়া হবে। সকাল ৯টা থেকে ২টো পর্যন্ত সেখানে যানচলাচল নিয়ন্ত্রণ করতে থাকবে পুলিশ। এরপর যতক্ষণ না পর্যন্ত কার্নিভাল শেষ হচ্ছে ততক্ষণ রেড রোডে যানবাহনের চলাচল বন্ধ করা থাকবে। এজেসি বোস রোডের এক্সাইড মোড় থেকে শুরু করে হেস্টিংস ক্রসিং পর্যন্ত রাস্তাটি দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত পণ্যবাহী গাড়ির জন্য বন্ধ থাকবে। তার পাশাপাশি লাভার্স লেন, রেড রোড, নিউ রোড, ডাফরিন রোডেও পণ্যবাহী গাড়ি যাতায়াত করবে না। তবে ৩টের পর এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে।

এডেসি বোড রোড, মেয়ো রোড, জহরলাল নেহরু রোড ধরে সাধারণ মানুষ কার্নিভালে আসার জন‍্য প্রবেশ করতে পারবেন। পাশাপাশি মেট্রোযাত্রীদের ধর্মতলা এবং পার্ক স্ট্রিটে নেমে নির্দিষ্ট রাস্তা দিয়ে রেড রোডে যেতে হবে। তবে, কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত মেয়ো রোড, হেয়ার স্ট্রিট. ক্যাথিড্রাল রোডে গাড়ি পার্কিং বন্ধ করা থাকবে।

hiring.jpg