নিজস্ব সংবাদদাতা: মায়ের আগমনের সঙ্গে সঙ্গে আসে বিদায়ের পালা। আজ নবমী নিশি শেষ হলেই মাকে বরণ করে আবার শ্বশুরবাড়ি পাঠাতে হবে। বিজয়া দশমীর পুজো কখন হবে জানুন।
* ৬ কার্তিক ইং ২৪ অক্টোবর বুধবার- বিজয়া দশমী
* পূর্বাহ্ণ ঘ ৯।২৮। বিজয়া দশমী দিবা ঘ ১২। ৪২ পর্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে চরলগ্নে ও চরণেবাংশে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৬ মধ্যে পুনঃ দিবা ঘ ৮.৩২ গতে পূর্বাহ্ণ মধ্যে)
শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনাস্তে বিসর্জন প্রশস্তা (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)।