নিজস্ব সংবাদদাতা : রথের চাকা গড়াতে আর বেশি দেরি নেই। মাসির বাড়ি যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জগন্নাথ-বলরাম-সুভদ্রা, তিন ভাই বোনের। রবিবার সম্পন্ন হল স্নান যাত্রা। রথের রশ্মিতে টান পড়বে আগামী ২০ জুন। তার আগে রয়েছে নানা নিয়ম-রীতি। এদিন জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষ্যে পুরীর পাশাপাশি মায়াপুরে ইসকনের মন্দিরেও ভক্তদের ঢল নামে। রথযাত্রা এলেই যেন শোনা যায় আগমনীর সুর। এঅ সময় থেকেই ঢাকে কাঠি পড়ে যায়। জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে রথের দিন, বেশ কিছু দুর্গা পুজো কমিটি সেরে ফেলে খুঁটি পুজো। অনেকে আবার কুমোরটুলিতে প্রতিমার বায়নাও দেন শুভ দিনে। রথযাত্রা থেকেই তাই বাঙালির দুর্গাপুজো শুরু হয়ে যায়।
উল্লেখ্য, রথযাত্রার আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হয়।কথিত আছে, এই পুণ্য স্নানযাত্রা দেখলে সব পাপ ধুয়ে যায়।প্রচলিত রীতি অনুযায়ী মনে করা হয়, এরপর জ্বর আসে তিন ভাইবোনের। রথযাত্রা নিয়ে এমনই সব কাহিনী প্রচলিত রয়েছে।