নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজো প্রায় দোরগোড়ায় এসে গেছে। দিন হোক বা রাত- কলকাতা ও শহরতলিতে ঠাকুর দেখার ক্ষেত্রে আমজনতার বড় ভরসা এখন হয়ে উঠেছে মেট্রো। বিশেষত যাঁরা শহরতলিতে থাকেন, তাঁদের ক্ষেত্রে মেট্রোর গুরুত্ব বেশ কিছুটা বেশি। আর সেটাকে মাথায় রেখেই প্রতিবারের মতো এবারও পুজোর সময় মধ্যরাত পেরিয়ে ভোর পর্যন্ত চলবে একের পর এক মেট্রো। পঞ্চমী অর্থাৎ ১৯ অক্টোবর থেকে ত্রয়োদশী অর্থাৎ ২৭ অক্টোবর পর্যন্ত কখন মেট্রো পরিষেবা পাবেন। শেষ মেট্রো কখন মিলবে? দেখে নিন সেই টাইমটেবিল।
পঞ্চমী থেকে ষষ্ঠী পর্যন্ত মেট্রোর সূচি:
কর্মদিবসে যেমন সকাল থেকে মেট্রো চলাচল করে, সেরকমভাবেই পঞ্চমী এবং ষষ্ঠীতে মেট্রো পাবেন। রাতে বেশিক্ষণ চলবে মেট্রো। দিনে ২৮৮টি মেট্রো চলবে। সকাল ৬ টা ৫০ মিনিট থেকে পরিষেবা শুরু। মধ্যরাত পর্যন্ত মেট্রো পাবেন। ব্যস্ত সময় পাঁচ অথবা ছয় মিনিটের ব্যবধানে মেট্রো মিলবে।
প্রথম মেট্রো:
১) দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকাল ৬ টা ৫০ মিনিট।
২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৬ টা ৫০ মিনিট।
৩) দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৬ টা ৫৫ মিনিট।
৪) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা।
শেষ মেট্রো:
১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৩৮ মিনিট।
২) দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৫০ মিনিট।
৩) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত ১০ টা ৪০ মিনিট।
৪) কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো রাত ১০ টা ৫০ মিনিট।
সপ্তমী, অষ্টমী ও নবমীতে মেট্রোর টাইম:
সপ্তমী, অষ্টমী ও নবমীতে বেলা ১২ টা ৫৫ মিনিট থেকে পরিষেবা শুরু। চলবে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত। প্রতি ছয় বা সাত মিনিটে মেট্রো পাবেন।
প্রথম মেট্রো:
১) দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো বেলা ১২ টা ৫৫ মিনিট।
২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো দুপুর ১টা।
৩) দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো দুপুর ১টা।
৪) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো দুপুর ১টা।
৫) মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো দুপুর ১টা।
৬) গীতাঞ্জলি থেকে দমদমগামী প্রথম মেট্রো দুপুর ১টা।
৭) শ্যামবাজার থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো দুপুর ১টা।
শেষ মেট্রো:
১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত ৩ টে ৪৮ মিনিট।
২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত ৩ টে ৪৮ মিনিট।
৩) দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ভোর ৪টে।
৪) কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ভোর ৪টে।
দশমীতে মেট্রোর সূচি:
বিজয়া দশমীতে ১৩২টি মেট্রো পাবেন। সাত মিনিট ছাড়া মেট্রো মিলবে।
প্রথম মেট্রো:
১) দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো দুপুর ১টা।
২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো দুপুর ১টা।
৩) দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো দুপুর ১টা।
৪) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো দুপুর ১টা।
শেষ মেট্রো:
১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত ৯ টা ৪৮ মিনিট।
২) দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত ১০ টা।
৩) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত ৯ টা ৫০ মিনিট।
৪) কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো রাত ১০ টা।
একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত মেট্রোর সময়:
যেমন অন্যান্য কর্মদিবসে মেট্রো থাকে সেরকম একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত মেট্রো পরিষেবা পাবেন। মেট্রোর সংখ্যা কমবে।
প্রথম মেট্রো:
১) দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকাল ৬ টা ৫০ মিনিট।
২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৬ টা ৫০ মিনিট।
৩) দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৬ টা ৫৫ মিনিট।
৪) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকাল ৭ টা।
শেষ মেট্রো:
১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত ৯ টা ২৮ মিনিট।
২) দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত ৯ টা ৪০ মিনিট।
৩) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত ৯ টা ৩০ মিনিট।
৪) কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো রাত ৯ টা ৪০ মিনিট।