হেরিটেজ ট্রামে দুর্গাপুজো! মাকে সাজিয়ে তুললেন 'ট্রান্সডেন্ডার' মেয়েরা

রূপান্তরকামীদের হাতে মায়ের সাজ। হেরিটেজ ট্রামে দুর্গামণ্ডপ থেকে ময়ের সৃজনে এবার রূপান্তরকামীরা। সমাজে গ্রহণযোগ্যতা বাড়ছে? কী বললেন রজ্যের প্রথম রূপান্তরকামী মহিলা আইনজীবী সায়ন্তনী ঘোষ?

author-image
Pallabi Sanyal
New Update
vvvvvvv

নিজস্ব সংবাদদাতা : পুজোর চমক! এসপ্ল্যানেড ট্রাম ডিপোয় পুজো! ট্রামের ভেতরেই সেজে উঠেছে মণ্ডপ! রয়েছে প্রতিমাও! পুজো হচ্ছে হেরিটেজ ট্রাম 'চৈতালি'তে। উল্লেখযোগ্যভাবে চতুর্থীতে রূপান্তরকামীদের হাতে সেজে উঠল উমা। সৃজনে অংশ নিয়েছিলেন সায়ন্তনী ঘোষ। যিনি রাজ্যের প্রথম রূপান্তরকামী মহিলা আইনজীবী হিসেবে কাজ করছেন। একজন নৃত্যশিল্পীও বটে। ট্রামে দুর্গাপুজো নিয়ে উচ্ছ্বসিত তিনি। দেবীর সৃজনে যোগ দিয়ে তিনি বলেন, "আমরা গ্রহণযোগ্যতা চাই। আমাদের সংগ্রাম গ্রহণযোগ্যতার জন্য। আমাদের সহমর্মিতা দরকার, দয়া বা করুণা নয়। দুর্গা মা সবার মাঝে থাকেন। দুর্গা মা খুবই প্রতীকী।" 

 

 

 

hiring.jpg