নিজস্ব সংবাদদাতা : পুজোর চমক! এসপ্ল্যানেড ট্রাম ডিপোয় পুজো! ট্রামের ভেতরেই সেজে উঠেছে মণ্ডপ! রয়েছে প্রতিমাও! পুজো হচ্ছে হেরিটেজ ট্রাম 'চৈতালি'তে। উল্লেখযোগ্যভাবে চতুর্থীতে রূপান্তরকামীদের হাতে সেজে উঠল উমা। সৃজনে অংশ নিয়েছিলেন সায়ন্তনী ঘোষ। যিনি রাজ্যের প্রথম রূপান্তরকামী মহিলা আইনজীবী হিসেবে কাজ করছেন। একজন নৃত্যশিল্পীও বটে। ট্রামে দুর্গাপুজো নিয়ে উচ্ছ্বসিত তিনি। দেবীর সৃজনে যোগ দিয়ে তিনি বলেন, "আমরা গ্রহণযোগ্যতা চাই। আমাদের সংগ্রাম গ্রহণযোগ্যতার জন্য। আমাদের সহমর্মিতা দরকার, দয়া বা করুণা নয়। দুর্গা মা সবার মাঝে থাকেন। দুর্গা মা খুবই প্রতীকী।"