নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার মাচুয়া বাজার সার্বজনিক দুর্গাপুজো মণ্ডপে চলছে দুর্গাপূজার আমেজ।
এই বিষয়ে মচুয়া বাজার সার্বজনিক দুর্গাপুজো প্যান্ডেলের উপদেষ্টা প্রেমচাঁদ গুপ্তা বলেন, "পশ্চিমবঙ্গে অনেক কিছু ঘটছে, যার কারণে আমরা এই থিমটি নিয়েছি যে আমাদের শান্তির আকারে এটির পুজো করতে হবে যাতে পশ্চিমবঙ্গ ভবিষ্যতে শান্তিপূর্ণ থাকে। সেই অনুযায়ী আমরা এই টিম তৈরি করেছি এবং আপনারা এই টিমে দেখবেন মা দুর্গার হাতে কোনও অস্ত্র নেই, তিনি শান্ত ভঙ্গিতে আছেন, যার কারণে তিনি ধ্যানমগ্ন ভঙ্গিতে বসে আছেন। পশ্চিমবঙ্গে উধাও হয়ে যাচ্ছে মাটির পাত্র, মাটির খেলনা। তাই আমরা ভারতীয় সমাজের পুরনো জিনিস ব্যবহার করেছি।"