জন-জোয়ার না জন-সুনামী? নবমীর সন্ধ্যায় দুর্গা দর্শনের লম্বা লাইন

জেলা থেকে শহর, দেশ থেকে বিদেশ, মহাসমারোহে পালিত হচ্ছে দুর্গা নবমী। উৎসব শেষের পথে। মন খারাপ। তবুও মণ্ডপে মণ্ডপে লম্বা লাইন।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaaaaaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দুর্গা পুজোকে কেন্দ্র করে বাঙালিদের উন্মাদনা ছিল তুঙ্গে। মহালয়া থেকেই শুরু হয়ে গিয়েছিল ঠাকুর দেখা। উদ্বোধন হয়ে গিয়েছিল বড় বড় পুজো গুলোর। দেখতে দেখতে নবমীর সন্ধ্যা এসে উপস্থিত হয়েছে। ঠাকুর দর্শনের শেষ রাত। সকাল হলেই উমার বিসর্জন। ভারাক্রান্ত মন নিয়েই চলছে প্যান্ডেল হপিং। বড় বড় নামকরা পুজোগুলির প্যান্ডেলে প্যান্ডেলে লম্বা লাইন। মানুষও অধীর আগ্রহে লাইন দিয়েই দর্শন করছে প্রতিমা। জনজোয়ার যেন অতীত, এই মুহূর্তে জনসুনামি আছড়ে পড়েছে কলকাতার বুকে। জেলার বহু মানুষ কলকাতায় আসেন প্রতিবছর ঠাকুর দেখতে। কলকাতা যেন এক মিলন কেন্দ্রে পরিণত হয়েছে। 

hiring 2.jpeg