১৫ ডিসেম্বর থেকে দুয়ারে সরকার! এবার কীসে বাড়তি নজর?

১৫ ডিসেম্বর থেকে দুয়ারে সরকার আবার চালু করা হচ্ছে। এবার কীসে বাড়তি নজর?

author-image
Anusmita Bhattacharya
New Update
duaresar

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের আগে দেশের প্রতিটি রাজনৈতিক দল মানুষের আরও বেশি কাছে আসতে প্রচেষ্টা চালাচ্ছে। ঠিক সেই রকমই প্রয়াস চালানো হচ্ছে চালাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারও। এমন প্রয়াসের মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্প অন্যতম।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে চলতি বছরের শেষ দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর থেকে। জানা গিয়েছে যে এই ক্যাম্প ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। ওই ১৭ দিন উপভোক্তারা সরকারি বিভিন্ন প্রকল্পে আবেদন করতে পারবে। এরপর ১ জানুয়ারি ২০২৪ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত পরিসেবা পৌঁছে দেওয়ার কাজ চালানো হবে। অন্যান্য বারের মতো এবারও দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ, জমিজমা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আবেদনসহ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সকল প্রকল্প রয়েছে সবগুলোতেই আবেদন করতে পারবেন। তবে নতুন কোনও প্রকল্প এবার এই দুয়ারে সরকার ক্যাম্পে যোগ হচ্ছে কিনা তা সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

hiring.jpg