নিজস্ব সংবাদদাতা: আরজি করে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় পর প্রায় তিন মাস অতিক্রান্ত। তবে আন্দোলনের ঝাঁঝ কমেনি। ঘটনার প্রতিবাদে সোমবারও একাধিক কর্মসূচী ছিল কলকাতায়। সেই প্রতিবাদ কর্মসূচী থেকে ফেরার পথে হামলার শিকার হতে হল কয়েকজন মহিলাকে। গাড়ির কাচ ভেঙে দেওয়ার পর গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। প্রথমে ময়দান থানায় যান এবং পরে শেক্সপিয়ার সরণি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তারা।
সোমবার রাত প্রায় ১২টা নাগাদ এক্সাইড মোড়ের কাছে ঘটনাটি ঘটে। ‘দ্রোহের আলো’ কর্মসূচী শেষ হওয়ার পর রাসবিহারী থেকে এক্সাইড মোড়ের দিকে ফিরছিলেন কয়েকজন আন্দোলনকারী। অভিযোগ, ভাসান দিতে যাচ্ছিলেন, ঈমন কয়েকজন লোক আচমকা আন্দোলনকারীদের গাড়ি রাসবিহারী থেকে ‘ফলো’ করতে শুরু করেন। তাঁদের পিছন পিছন যেতে থাকেন। শেষে এক্সাইড মোড়ে গিয়ে গাড়ি আটকানো হয় বলে অভিযোগ।
আন্দোলনকারীদের দুটি গাড়ি ছিল। তার মধ্যে একটি গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। তারাই নিশানায় ছিল বলে মনে করছেন আন্দোলনকারীরা।