নিজস্ব সংবাদদাতা: ‘অভয়া মঞ্চ’-এ ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচী, সেই বিচারের দাবিতে কলেজ স্ট্রিটে আন্দোলন। আরজি কর কাণ্ডে নির্যাতিতার ন্যায় বিচার নিশ্চিত করার দাবিতে ৮০টিরও বেশি সংগঠন একত্রিত হয়ে ‘অভয়া মঞ্চ’ গঠন করেছে। এই সংগঠন মূলত নির্যাতিতার পক্ষে সোচ্চার হয়ে এবং রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে হুমকি সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে তৈরি হয়েছে। আর আজ সেই মঞ্চের পক্ষ থেকেই হচ্ছে দ্রোহের আলো কর্মসূচী।
গোটা রাজ্য জুড়েই পালিত হচ্ছে এই ‘দ্রোহের আলো কর্মসূচী’। দীপাবলি পেরিয়ে গেলেও প্রতিবাদ শেষ হয়নি। কেননা তিলোত্তমা এখনও বিচার পায়নি। তাই এদিন রাজ্যের দিকে দিকে সন্ধ্যা থেকেই পালিত হচ্ছে এই কর্মসূচী। জ্বালান হচ্ছে প্রতিবাদের প্রদীপ, মোমবাতি।
লেখা হচ্ছে, ‘ভয় নেই তিলোত্তমা, বিচার আমরা ছিনিয়ে আনবোই’। জুনিয়র চিকিৎসকদের সাথে রয়েছে নাগরিক সমাজও। সবাই মিলে আজ পালন করছে এই কর্মসূচী।