গোটা দিন পাবেন না জল! কলকাতায় ভোগান্তি কবে?

আগামী মাসের এক বিশেষ দিনে সকাল ১০টা পর্যন্ত আপনারা পাবেন পানীয় জল পরিষেবা। তারপর থেকে বন্ধ করে দেওয়া হবে জল সরবরাহ। কোন কোন জায়গায় হবে সমস্যা?

author-image
Anusmita Bhattacharya
New Update
water_crisis_in_india_1561457814.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পানীয় জল সরবরাহ নিয়ে এবার আশঙ্কার খবর। ২ ডিসেম্বর শনিবার বন্ধ থাকবে জল সরবরাহ। ভোগান্তির আশঙ্কা কলকাতার একটি অংশে। রুটিন মেরামতির কারণেই জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে। আগামী ২ ডিসেম্বর ধাপা জয় হিন্দ প্রকল্প থেকে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে না। কিছু ভালভের সংস্কার এবং রুটিন মেরামতির জন্য বন্ধ থাকবে জল সরবরাহ। সকাল ১০টা পর্যন্ত পাবেন পানীয় জল। তারপর থেকে বন্ধ থাকবে। ৩ ডিসেম্বর সকাল থেকে স্বাভাবিক হয়ে যাবে সরবরাহ। 

পিকনিক গার্ডেন, আনন্দপুর, মুকুন্দপুর, পাঁটুলি, গড়িয়া, হাটগাছিয়া মেট্রোপলিটন, তপসিয়া, চায়না টাউন, আরুপোতা দুর্গাপুর, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চান্ন গ্রাম, সার্ভে পার্ক এবং বরো ৭, ১০, ১১ ও ১২-এর আংশিক অঞ্চলের জল পরিষেবা  নিয়ে সমস্যা হবে।  

hiring.jpg