নিজস্ব সংবাদদাতা: আরজি কর কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাঃ শ্রেয়া শাও এবার ন্যায় বিচারের দাবি চেয়ে মুখ খুললেন।
তিনি বলেছেন, "আমাদের দাবি প্রথম থেকেই একই ছিল। আমাদের পাঁচটি দাবি এখনও পর্যন্ত পূরণ হয়নি। আমাদের রোগীদের আমাদের প্রয়োজন ভেবে আমরা আমাদের দায়িত্বে যোগ দিয়েছিলাম কিন্তু এই সমস্ত সময়ে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে একই রকম আরেকটি ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী ও সরকারের সঙ্গে আমাদের সব বৈঠকই বৃথা গেছে। আমরা শুধু বলতে চাই, নিরাপত্তা নেই দায়িত্ব নেই। SC-এর প্রতিটি শুনানির দিকে আমাদের নজর রয়েছে এবং আমাদের চাপ বেশি রাখতে হবে। আমরা বিশ্বাস করি যে সিজেআই এমন একটি রায় ঘোষণা করবেন যা আমাদের ন্যায়বিচার দেবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিচার চাই কারণ বিচার বিলম্বিত হলে ন্যায়বিচার অস্বীকার করা হয়।" উল্লেখ্য, আরজি কর কাণ্ড নিয়ে শোরগোল চলছেই।