পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের চিকিৎসক সায়ন্তনী ঘোষ হাজরা তাদের অনশন নিয়ে মুখ খুললেন।
এই ডাক্তার বলেছেন, "আমরা এখন থেকে অনশন শুরু করছি। আমরা ৫৮-৫৯ দিন অপেক্ষা করেছি এবং রাজ্য সরকারের সামনে আমাদের দাবিগুলি পেশ করেছি... কিন্তু কোনও পদক্ষেপ অবলম্বন করা হয়নি। আমরা, ৬ জন পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিত্ব করে অনির্দিষ্টকালের অনশন চলছে...আমাদের লড়াই প্রথম দিন থেকেই অভয়ার ন্যায়বিচারের জন্য...প্রত্যেক ডাক্তার নবরাত্রি উৎসবে জনগণকে তাদের সেবা দেবে কিন্তু আমরা ৬ জন চিকিৎসক অনির্দিষ্টকালের অনশনে থাকব"।
জুনিয়র ডাক্তারদের দেওয়া ২৪ ঘন্টার ডেডলাইন শেষ হতেই তারা নামল আমরণ অনশনে। ধর্মতলায় ৬ জন জুনিয়র ডাক্তার বসল আমরণ অনশনে। আগেই জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁরা কর্মবিরতি ফিরিয়ে নেবেন কিন্তু তাদের দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ করতে হবে। ইতিমধ্যে তাঁরা সম্পূর্ণ কর্মবিরতি ফিরিয়ে নেওয়ার পাশাপাশি অনেক জুনিয়র চিকিৎসক ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন। জুনিয়র চিকিৎসকরা বলে দিয়েছেন যে সব জুনিয়র চিকিৎসকরাই কাজে যোগ দিলেও তারা কিছু খাবেন না। প্রথমে অনশন মঞ্চে ৬ জন চিকিৎসক অনশন শুরু করে দিলেন।