এই মুহূর্তের বড় খবর: কোচবিহারে প্রতিবাদীদের উপর কোনোরকম হামলা সমর্থন করি না, নিন্দা করছি- বিস্ফোরক কুণাল

এবার বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
kunal-ghosh

File Picture

নিজস্ব সংবাদদাতা: তিলোত্তমার প্রতিবাদী আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে কোচবিহারের মাথাভাঙায়। অভিযোগ এবার তৃণমূলের ওপর। প্রতিবাদীদের ওপর হামলা করে মারধর করা হয়েছে। বাদ যায়নি বৃদ্ধও। জাস্টিস ফর আরজি করের দাবি লেখায় চুনকালি মেখে দেওয়া হয়েছে। যার ফলে চরম উত্তেজনা শুরু হয়েছে। ধিক্কার জানানো হচ্ছে সাধারণ মানুষের তরফে। অনেকেই প্রশ্ন তুলছে, এটা কি মুখ্যমন্ত্রীর ফোঁস করার বার্তার বহিপ্রকাশ? তবে এবার এর বিরুদ্ধে বার্তা দিয়েছেন কুণাল ঘোষ।

kunal ghoshw1.jpg

কুণাল ঘোষ ট্যুইট করে বলেছেন, "কোচবিহারে প্রতিবাদীদের উপর কোনোরকম হামলা আমরা সমর্থন করি না। নিন্দা করছি। কোথাও কোনো অশান্তিতে তৃণমূলের কোনো কর্মীর জড়ানো বারণ। দিনহাটা থেকে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে। যে বা যারা এইসব করেছে, পুলিশ ব্যবস্থা নিক। অশান্তি ছড়াতে অন্য কোনো অপশক্তির কাজ কিনা, সেটাও দেখুক"।

kunal ghoshw3.jpg

কুণাল ঘোষের এই ট্যুইট ঘিরেও শোরগোল শুরু হয়েছে। সাধারণ মানুষের মনে উঠছে প্রশ্ন, তাহলে কি এর পেছেন বিরোধীদের হাত রয়েছে বলে দাবি করেছেন কুণাল ঘোষ? তবে সব বিষয় নিয়ে শোরগোল চলছে।

Adddd

. . . . . . .  . . . . . .