৪৮ ঘণ্টার আংশিক কর্মবিরতি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের! স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা

৪৮ ঘণ্টার আংশিক কর্মবিরতি ডাকলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।

author-image
Tamalika Chakraborty
New Update
junior doctors protest ssssssssssssss


নিজস্ব সংবাদদাতা: এতদিন জুনিয়র হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতির পথে হেঁটেছিলেন। আরজি কর কাণ্ডে একাধিক চিকিৎসক সংগঠনের ডাকে আগেও কর্মবিরতিতে গিয়েছিলেন চিকিৎসকরা। এবার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা ৪৮ ঘণ্টার কর্মবিরতি ডাকলেন। তাঁরা জানিয়েছেন, এমারজেন্সি সার্ভিস ছাড়া তাঁরা আর কোনও কাজ করবেন না। শনিবার ধর্মতলা থেকে সাংবাদিক বৈঠক করে তাঁরা জানান, আগামী ১৪ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত আংশিক কর্মরিরতি চলবে। এখন যা পরিস্থিতির তার জেরেই এই সিদ্ধান্ত বলে জানালেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।

এবার বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের আংশিক কর্মবিরতিক প্রভাব রোগীদের ওপর পড়বে বলে মনে করা হচ্ছে। ৪৮ ঘণ্টা এই আংশিক কর্মবিরতি চলবে। জরুরি বিভাগ ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে। এই প্রসঙ্গে  বেসরকারি চিকিৎসকরা বলেন, ‘এই আন্দোলন এখন আর ডাক্তারদের আন্দোলন নয়, এটা জনগণের আন্দোলন। জনগণ চিকিৎসকদের পাশে আছেন। আমরা জনগণের কথা ভেবে জরুরি পরিষেবা চালু রাখছি। তাতে রোগীর অসুবিধা হবে না। সাধারণ মানুষের কাছে আবেদন জরুরি অবস্থা হলে বেসরকারি হাসপাতালে যাবেন। চিকিৎসকেরা সাহায্য করবেন।’‌

অন্যদিকে, অনশনরত জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে শুরু করেছে। অনশনের সাত দিন কেটে গেছে।  অনশনরত জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে ইতিমধ্যে আরজি করে ভর্তি করা হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশনরত জুনিয়র চিকিৎসক আলোক বর্মাকে সঙ্কট জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি ক্রমেই ভয়ানক হয়ে উঠেছে। অন্যদিকে, গতকাল নতুন করে দুই জুনিয়র চিকিৎসক অনশনে যোগ দিয়েছেন। 

1 1

 tamacha4.jpeg