গত ১০ বছরে অন্তত ৬০০ চিকিৎসক পদত্যাগপত্র পাঠিয়ে রেখেছেন! রাজ্যকে পাল্টা জবাব চিকিৎসকদের

এবার আলাপন বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী।

author-image
Tamalika Chakraborty
New Update
subarna goswami 11

নিজস্ব সংবাদদাতা: গণইস্তফা আইন মেনে হয়নি। সেই কারণে সেই প্রস্তাব গ্রহণ করা হচ্ছে না বলে রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন। এই প্রসঙ্গে রাজ্যকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। 

এদিন তীব্র ভাষায় রাজ্যকে আক্রমণ করেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তিনি বলেন, "আলাদা করে পদত্যাগপত্র আজ অবধি, এই গত ১০ বছরে অন্তত ৬০০ চিকিৎসক পাঠিয়ে রেখেছন। যা স্বাস্থ্যভবনে জমা হয়ে রয়েছে। আড়াইশোরও বেশি ভলান্টিয়ারি রিটায়ারমেন্টের কাগজ পড়ে রয়েছে। সরকার আগে সেগুলো গ্রহণ করুক। তাহলে বুঝব, সরকারের কথার সঙ্গে বাস্তবের মিল আছে।"

প্রসঙ্গত, সাংবাদিক বৈঠক করতে গিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, গণইস্তফা যেভাবে দেওয়া হয়েছে তা রাজ্য সরকারের কাছে কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। এদিন কার্যত তিনি বুঝিয়ে দেন কীভাবে পদত্যাগ করতে হয়। যদিও আগেই সিনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁরা ব্যক্তিগত ইস্তফা দিতে প্রস্তুত। শনিবারের সাংবাদিক বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌প্রত্যেকটি ক্ষেত্রেই ‘গণইস্তফা’র কথা উল্লেখ রয়েছে। সার্ভিস রুল অনুযায়ী, ইস্তফাপত্র অবশ্যই ব্যক্তিগতভাবে দিতে হয়। না হলে সেটি পদত্যাগপত্র নয়। এই ‘গণইস্তফা’ কোনও গ্রাহ্য পদত্যাগ নয়।ইস্তফা দিতে চাইলে সেটা বৈধভাবে দিতে হবে। তখন সরকার সেটা বিবেচনা করে দেখবে।’‌ অর্থাৎ রাজ্য সরকার সেটা গ্রহণও করতে পারে।

 tamacha4.jpeg