নিজস্ব সংবাদদাতা: ক্রমাগত আমরণ অনশনে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যে অনশনের ১৬৩ ঘন্টা পেরিয়ে গেছে। এর মধ্যেই ডাক্তার অনিকেত এবং আরো একজন শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
এবার আরো এক ডাক্তার অসুস্থ হলেন এবং নিয়ে যাওয়া হলো তাকে হাসপাতালে। তিনি হলেন অনুষ্টুপ মুখোপাধ্যায়। শনিবার সন্ধ্যার পর থেকেই নাকি তার পেটে ব্যথা শুরু হয়। তারপরেই করা হয় বেশ কিছু মেডিকেল টেস্ট। ওষুধ খাওয়ানো হয়। তবে তাতে লাভ হয়নি। এরপরেই তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিতে হয়।
ঠিক কিছুক্ষণ আগে রাত এগারোটা নাগাদ গ্রিন করিডোর করে কলকাতা মেডিকেল কলেজের নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসা শুরু হয়েছে।