নিজস্ব সংবাদদাতাঃ সকাল থেকেই হাজার হাজার মানুষের ভিড় লেগেই রয়েছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। এই মন্দিরে দেবী মা ভবতারিণী রূপে পূজিত হন। ভক্তের সমাগমে জমজমাট হয়ে থাকে এই দিন মন্দির প্রাঙ্গন। বহু মানুষ আসেন পুজো দিতে। লক্ষাধিক মানুষ প্রসাদও পান। তবে জানেন কি কালীপুজোর দিন মাকে বিশেষ কি কি ভোগ দেওয়া হয় ? আসুন জেনে নিই।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
মায়ের ভোগ অতি সাধারণ। ভোগে নিবেদন করা হয় সাদাভাত, ঘি, পাঁচরকমের ভাজা, শুক্তো, তরকারি, পাঁচ রকমের মাছের পদ, চাটনি, পায়েস ও মিষ্টি। তবে এখানে কারণবারির (মদ) বদলে ডাবের জল দিয়েই মায়ের পুজো হয়।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)