ছেলে ফিরেছে ভারতে, কি বলছেন বাবা?
দেশের জন্যে হবে ‘জয় হিন্দ সভা’, ভারতীয় সেনাদের গৌরবময় ইতিহাস থাকবে সেখানে
আমি আগে থেকেই জানতাম এ কাজ মোদীজি'র দ্বারা সম্ভব নয়, এ কি বলছেন বঙ্গ বিজেপি নেতা অনুপম হাজরা?
ভারত বিশ্বকে নতুন দিক দেখিয়েছে, সৌজন্যে অপারেশন সিন্দুর
‘দেশের বোনকে নিয়ে এমন মন্তব্য মানা যায় না’: দীপেন্দ্র সিং হুডা
ভারতের প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী চিফ জাস্টিস হলেন ইনি- শপথবাক্য পাঠ করান দ্রৌপদী মুর্মু- কি নাম জানেন? কি বলা হল?
পাকিস্তান বাধ্য হল- গর্বের সঙ্গে জানানো হল- রাতের বড় খবর- জানুন সবার আগে
শশী থারুর যা বলছেন তা দলের মতামত নয়- বলে দিলেন কংগ্রেস সাংসদ
সেমিকন্ডাক্টর ইউনিট নিয়ে বিশেষ ঘোষণা করে দিল তথ্যপ্রযুক্তি মন্ত্রক

জানেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের ভোগে কি কি থাকে ?

করোনা আবহে কালীপুজোয় বেশ কিছু নিয়মে বদল হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে। তবে অন্যান্য বছর কালী পুজোয় যে ধরণের নিয়ম দেখা যায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে, চলতি বছরে সেই চেনা ছন্দে দেখা মিলল দক্ষিণেশ্বর মন্দির।

author-image
Adrita
New Update
d

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ সকাল থেকেই হাজার হাজার মানুষের ভিড় লেগেই রয়েছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। এই মন্দিরে দেবী মা ভবতারিণী রূপে পূজিত হন। ভক্তের সমাগমে জমজমাট হয়ে থাকে এই দিন মন্দির প্রাঙ্গন। বহু মানুষ আসেন পুজো দিতে। লক্ষাধিক মানুষ প্রসাদও পান। তবে জানেন কি কালীপুজোর দিন মাকে বিশেষ কি কি ভোগ দেওয়া হয় ? আসুন জেনে নিই।

hiren

মায়ের ভোগ অতি সাধারণ। ভোগে নিবেদন করা হয় সাদাভাত, ঘি, পাঁচরকমের ভাজা, শুক্তো, তরকারি, পাঁচ রকমের মাছের পদ, চাটনি, পায়েস ও মিষ্টি। তবে এখানে কারণবারির (মদ) বদলে ডাবের জল দিয়েই মায়ের পুজো হয়। 

hiring.jpg