নিজস্ব সংবাদদাতা:পশ্চিমবঙ্গ সরকার একের পর এক নানা সরকারি প্রকল্প নিয়ে আসছে সাধারণ মানুষের জন্য। আর সেই পরিষেবা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার চলছে। সম্প্রতি নবম পর্যায়ের দুয়ারে সরকার জারি আছে। 'বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা' প্রকল্প সম্পর্কে জানেন?
স্বাস্থ্য সংক্রান্ত এই প্রকল্পের মাধ্যমে অসংগঠিত শ্রমিকদের ২ লক্ষ টাকা জীবন বীমা প্রদান করার পাশাপাশি আর্থিক নিরাপত্তা দেওয়া হয়। জানা গিয়েছে এই প্রকল্পে নাম নথিভুক্ত করলেই সরকার প্রতি মাসে অ্যাকাউন্টে ৫৫ টাকা দেয়। এরপর গ্রাহকের ৬০ বছর বয়স উত্তীর্ণ হলেই চক্রবৃদ্ধি সুদের হারে যত টাকা সঞ্চয় হবে সেই টাকা দেওয়া হবে প্রাপককে। সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা এককালীন পাওয়া যাবে। "লস অফ এমপ্লয়মেন্ট" নামক আর্থিক নিরাপত্তার মাধ্যমে কোনও নির্মাণ কর্মী হাসপাতালে ভর্তি হলে তাঁকে প্রথম পাঁচ দিন ভর্তির জন্য ৫০০ টাকা দেওয়া হবে। তারপর প্রতিদিন ২০০ টাকা করে এক বছরে সর্বোচ্চ ২০ হাজার টাকা দেবে রাজ্য সরকার।