সারা রাজ্যের টাকা বন্ধ করবেন না, আবেদন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহয়ের সঙ্গে ১০০ দিনের বকেয়া টাকার জন্য কথা বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, দুর্নীতি হলে নির্দিষ্ট সংখ্যক জবকার্ডের টাকা বন্ধ হোক। দয়া করে, সারা রাজ্যের টাকা বন্ধ করবেন না।

author-image
Tamalika Chakraborty
New Update
sudiptmc

নিজস্ব সংবাদদাতা: বুধবার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে আলোচনা হয়েছে। তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে বলেন, যদি দুর্নীতি হয়ে থাকে, সেক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক জব কার্ডের টাকা বন্ধ করা হোক। কিন্তু গোটা রাজ্যের টাকা বন্ধ করবেন না। তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সরাসরি বৈঠকের পরামর্শ দেন। 

গোটা রাজ্যের টাকা বন্ধ করবেন না। গিরিরাজ সিংহকে সুদীপ বন্দ্যোপাধ্যায়। বকেয়া জট কাটাতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরামর্শ। দুর্নীতি হলে নির্দিষ্ট সংখ্যক জব কার্ডের টাাকা বন্ধ করা হোক।