নিজস্ব সংবাদদাতা: পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার। শুক্রবার এই মামলার শুনানি করলেন না বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিন্হা রায়ের ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট জানায় যে মামলাটি এই বেঞ্চের বিচার্য বিষয়ের বাইরে। তাই এই মামলাটির শুনানি সম্ভব নয়। ডিভিশন বেঞ্চ এই মামলাটি ছেড়ে দেওয়ায়, তা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে পাঠানো হয়েছে। পুরসভার নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেঞ্চ পাল্টালেও সেই নির্দেশ বহাল রাখেন বিচারপতি অমৃতা সিন্হা।