নিজস্ব সংবাদদাতা: আরজি কর ইস্যু নিয়ে দিন-রাত এক করে আন্দোলন করে চলেছে জুনিয়র ডাক্তাররা। এবার এক ব্যক্তিকে জ্যান্ত ভগবানদের মিষ্টি বিতরণ করতে দেখা গেল।
মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও। প্রসঙ্গত, লাইভ স্ট্রিমিং ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের সঙ্গে বিরোধের জন্য আজও বৈঠক হওয়া সম্ভব হয়নি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন, আদালতে মামলা চলছে, সিবিআই-এর হাতে রয়েছে তদন্তভার। এই পরিস্থিতিতে লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়। তবে তিনি বৈঠকের রেকর্ডিং করা যেতে পারে বলে জানিয়েছেন। তবে জুনিয়র ডাক্তাররা এই শর্তে রাজি নন। এরপরেই কার্যত এর পেছনে রাজনৈতিক রঙ দেখতে পান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রঙের মদত রয়েছে বলে জানিয়ে দেন। এরপরেই জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়েছে, "বিচার চাইতে গিয়েছিলাম, চেয়ার চাইতে না, আমরা শুধু চাই নৃশংস ঘটনার শাস্তি, আপনি চাইছেন ডাক্তার বনাম সাধারণ মানুষ করে দিতে। আপনি মনে রাখবেন আমরা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা চাইছি। আমাদের দাবি চেয়ার নয়, আমাদের দাবি সুন্দর একটা সমাজ ব্যবস্থা, সুন্দর একটা স্বাস্থ্য ব্যবস্থা। আমরা চেয়ার চাই না"। বর্তমানে ডাক্তার বনাম সরকারের স্নায়ুর যুদ্ধ চলছে। আজ ৩ রাত ধরে স্বাস্থ্যভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছে ডাক্তাররা। তবে ডাক্তারদের পাশে এসে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ। তাদের দাবি জ্যান্ত ভগবানদের সেবায় লাগছেন তারা। ইতিমধ্যেই মিষ্টি বিতরণের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। দেখুন ভিডিও-