নিজস্ব সংবাদদাতা: একটু করে করে রোগী যদি মেট্রোয় চেপে হাসপাতালে আসতে পারেন তাহলে তিনি পাবেন ১০ শতাংশ ছাড়। উষ্ণায়ণ কমাতে এই বিশেষ উদ্যোগ কলকাতার এক বেসরকারি হাসপাতালের। বাইপাসের ধারে অবস্থিত ওই হাসপাতাল জানিয়েছে যে ১০ শতাংশ ছাড় 'ওপিডি'-তে চিকিৎসককে দেখানোর পাশাপাশি হাসপাতালে বিভিন্ন শারীরিক পরীক্ষানিরীক্ষা করানোর ক্ষেত্রেও পাবেন রোগীরা।
/anm-bengali/media/media_files/rJ4BAd2xZx9Au001aDVE.jpg)
কেন এই উদ্যোগ? এর মূল উদ্দেশ্য হল, উষ্ণায়ন নিয়ে কলকাতাবাসীকে সচেতন করা। গাড়ি থেকে নির্গত দূষিত ধোঁয়া দূষণের একটা কারণ। মেট্রোয় দূষণের মাত্রা অনেক কম। মেট্রোর সামনে দাঁড়িয়ে নিজস্বী তুলে মেট্রোয় চেপে হাসপাতালে এসে ছবি দেখালেই চিকিৎসার জন্য ১০ শতাংশ ছাড় পাবেন।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)