'প্রয়োজনে আলাদা হয়ে যাক'! দিলীপ ঘোষের আকস্মিক পোস্টে ঝড়

কিসের ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
dilipangry

নিজস্ব সংবাদদাতা: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে শোচনীয়ভাবে হেরেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।  তারপরই রাজনৈতিক মহলে উঠেছে ঝড়। অনেকেই দাবি করছেন তার হাতে এই কেন্দ্র দেওয়া ছিল ভুল সিদ্ধান্ত। 

dilip ghoshhq1.jpg

এবার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন দিলীপ ঘোষ। X হ্যান্ডেলে তিনি অটল বিহারী বাজপেয়ীর এক উদ্ধৃতি পোস্ট করে লেখেন, 'আমার একটা কথা মাথায় রেখো, দলের পুরনো একজন কর্মীকেও ভাঙতে দেওয়া যাবে না। প্রয়োজনে নতুন কার্যকর্তাদের ১০ জন আলাদা হয়ে যাক।। কারণ পুরনো কার্যকর্তারাই আমাদের বিজয়ের গ্যারান্টি। খুব দ্রুত নতুন কার্যকর তাদের উপর ভরসা করা উচিত নয়'। প্রশ্ন উঠছে ঠিক কী বোঝাতে চাইলেন তিনি?

 

Add 1