পথে দিলীপ-সুকান্ত

পার্টি অফিস থেকে বিজেপির মিছিল শুরু। নেতৃত্বে দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। তারা কলেজ স্কোয়ারে যাচ্ছেন। সভায় যোগ দেবেন। সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে মিছিলের সূচনা হবে।

author-image
Pallabi Sanyal
New Update
Breaking News


নিজস্ব সংবাদদাতা : বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মুরলীধর সেন স্ট্রিট থেকে মিছিল শুরু।  ভোট সন্ত্রাসের বলি বিজেপির ১১ জন কর্মী। এমনই দাবি তুলে আজ রাজপথে বিজেপি। পুলিশের অনুমতি না থাকলেও কোমর বেঁধে নেমে পড়েছেন বিজেপির নেতৃত্বরা। কলেজ স্কোয়ারে হচ্ছে সভা। সেদিকেই এগিয়ে চলেছে মিছিল। যোগ দিয়েছেন দিলীপ ঘোষও। তারা সভায় যোগ দেবেন।