নিজস্ব সংবাদদাতা: রবিবার বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেখানে একাধিক চমক রয়েছে। একদিকে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরিয়ে আনা হয়েছে। দিলীপ ঘোষ আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর থেকে প্রার্থী হচ্ছেন। অন্যদিকে মেদিনীপুর থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন বিধায়িকা অগ্নিমিত্রা পাল। ব্যারাকপুর থেকে প্রার্থী হচ্ছেন অর্জুন সিং। কলকাতা উত্তর থেকে প্রার্থী হচ্ছেন তাপস রায়। তিনি সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন রেখা পাত্র।