কলকাতায় জোড়া কার্নিভাল : দ্রোহ কার্নিভাল আটকানোর চেষ্টা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য দিলীপ ঘোষের

আজ কলকাতায় দুই গুরুত্বপূর্ণ কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে—রেড রোডে পুজো কার্নিভাল এবং রানি রাসমণি রোডে চিকিৎসকদের দ্রোহ কার্নিভাল।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব প্রতিবেদন : আজ কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে দুটি বড় কার্নিভাল—একটি রেড রোডে পুজো কার্নিভাল এবং অন্যটি রানি রাসমণি রোডে চিকিৎসকদের ঘোষিত দ্রোহ কার্নিভাল। এই প্রেক্ষাপটে, লালবাজারের তরফে ১৬৩ ধারা জারি করা হয়েছে, যা জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

publive-image

রানি রাসমণি অ্যাভিনিউর পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে, যেখানে পুলিশি ব্যারিকেড এবং বেসরকারি বাসের সারি দেখা যাচ্ছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিরকাল আন্দোলন করে এসেছেন। এখন অন্যরা তাঁর বিরুদ্ধে আন্দোলন করলে আপত্তি হচ্ছে কেন? উনি আন্দোলন আটকানোর চেষ্টা করছেন কিন্তু সাধারণ মানুষ আন্দোলনের সঙ্গে আছে।"

Mamata

কলকাতা পুলিশের নির্দেশ অনুযায়ী, ধর্মতলা মোড় থেকে ডোরিনা ক্রসিং ও লেনিন সরণির সংযোগস্থল সহ একাধিক রাস্তায় ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশিকা জারির পর থেকেই রেড রোড এবং রানি রাসমণি অ্যাভিনিউকে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে।

carnival

এদিকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ১৬৩ ধারাকে চ্যালেঞ্জ করে মামলাও করা হয়েছে। এই মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে, যা বিচারপতি রবি কিষাণ কাপুরের তত্ত্বাবধানে আজ দুপুরে অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতিতে কলকাতার বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।